নিজস্ব প্রতিবেদক, সংবাদ২৪.নেট, ঢাকা: রাজধানীর খামারবাড়ী সংলগ্ন ডি এ ই অডিটরিয়ামে ইয়ুথ ক্লাব অব বাংলাদেশ (ওয়াইসিবি) এর আয়োজনে শেষ হল দিন ব্যাপী “ইয়ুথ ক্যারিয়ার কনফারেন্স ২০১৭” । ঢাকাসহ দেশের প্রায় ১০টি জেলা থেকে আগত ৪০টি বিশ্ববিদ্যালয়ের ২৫০জন শিক্ষার্থীর মিলনমেলায় যোগ দেন সমাজের বিশিষ্ট ব্যাক্তিবর্গ যারা সারাদিন ব্যাপী বিভিন্ন পর্বে সিভি তৈরীর নানা কৌশল, শিক্ষা জীবনে দক্ষতা বৃদ্ধির নানা দিক, যোগাযোগ দক্ষতাবৃদ্ধি, কর্পোরেট জগতের মানবসম্পদ বাছাইয়ের নানা দিক, স্টার্ট আপ এর নানা বিষয় নিয়ে সরাসরি প্রশ্ন উত্তর পর্বে অংশ নিয়েছেন ।
জাতীয় সংগীতের মাধ্যমে শুরু করে কনফারেন্স-এর শুরুতেই স্বস্বাগত বক্তব্য রাখেন ইয়ুথ ক্লাব অব বাংলাদেশ-এর সাধারণ সম্পাদক এবং কনফারেন্স কনভেনার সানজিদা জামান। এরপর ক্যারিয়ারের বিভিন্ন দিক নির্দেশনা, দক্ষতা বৃদ্ধি, মানবসম্পদ বাছাইয়ের নানা কৌশল সহ মোট ১০ টি পর্বে আমন্ত্রিত অতিথিবৃন্দ অংশগ্রহন কারীদের নানা প্রশ্নের উত্তর ও দিক নির্দেশনা প্রদান করেন এদের মধ্যে ছিলেন রাশেদ ইমাম, আল নাহিয়ান, নাট্য ব্যক্তিত্ব গাজী রাকায়েত, বিডি জবস. কম লিমিটেড-এর প্রোগ্রাম এন্ড এক্টিভেশন ও সিনিয়র ম্যানেজার মোহাম্মদ আলি ফিরোজ, নাভিদস কমেডি ক্লাবের ফাউন্ডার এন্ড সিইও নাভিদ মাহবুব, ঢাকা আহসানিয়া মিশনের কমিউনিকেশন এন্ড পাবলিক রিলেশন ডিরেক্টর কাজি আলি রেজা, হোপ ৮৭-এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মোহাম্মদ রেজাউল করিম বাবু, দ্যা হাংগার প্রজেক্ট বাংলাদেশের ডিরেক্টর (প্রোগ্রাম) নাসিমা আক্তার জলি, নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়্যারম্যান এন্ড সিইও ইবনুল সাইদ রানা, ফাউন্ডার ডক্টরস বেকের ডা. শাহিন আক্তার, কিউএ গ্রুপের এইচ আর ম্যানেজার শহিদুল ইসলাম, রবি এক্সিয়াটা লিমিটেডের পিপল এন্ড কর্পোরেট ও কম্পেন্সেশন এন্ড রিওয়ার্ডসের ভাইস প্রেসিডেন্ট এমডি মারুফুল আলম চৌধুরী, স্মার্ট টেকনোলোজি লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার (এইচ আর এন্ড এডমিন) এ কে এম শফিকুল হক, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির স্কুল অফ বিজনেসের এসোসিয়েট প্রফেসর ডা. এ এন এম শিবলি নোমান খান।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কনফারেন্স চেয়ারপার্সন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ড্যাফোডিল গ্রুপ এর চেয়্যারম্যান মো. সবুর খান।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন চেয়ারম্যান আরকে এসোসিয়েট ও সময়ের দাবির সম্পাদক রেজাঊল করিম হাশমি, সিমুড-এর ব্যবস্থাপনা পরিচালক ডা. জাহিদুর রাশিদ সুমন, ফরিদুর হাসান, হাবিবুল্লাহ বাহার গোলন্দাজ, মাহবুব আক্তার, ইকবাল বাহারসহ আরো অনেকে।
সমাপনী বক্তব্যে বক্তারা তরুন সমাজকে অদম্য, অধ্যবসায়ী হয়ে নির্দিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার পরামর্শ প্রদান করেন। সমাপনী অনুষ্ঠানে ইয়ুথ ক্লাব অব বাংলাদেশের স্যোশাল এন্টারপ্রাইজ ‘ইয়ুথ ভিলেজ” এর শুভ উদ্ধোধন করা হয়। কনফারেন্স-এর অংশগ্রহনকারীদের নিয়ে একটি ক্যারিয়ার ম্যানেজমেন্ট সেন্টার এর ঘোষনা দেন ইয়ুথ ক্লাব অব বাংলাদেশের সভাপতি আরিফিন রাহমান হিমেল।
কনফারেন্সের সকল সহযোগীদের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সমাপ্তি ঘোষনা করেন ইয়ুথ ক্লাব অব বাংলাদেশের কোষাধ্যক্ষ সাবিকুন নাহার শশী ।
নৈতিক শিক্ষায় শিক্ষিত সচেতন ও প্রগতিশীল তরুনসমাজই পারে দেশের উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখতে। কিন্তু আমাদের দেশে উচ্চ হারে শিক্ষিত বেকারত্বের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। এর প্রধান কারন আমাদের দেশে শিক্ষার্থী থাকা অবস্থাতে ক্যারিয়ার ম্যানেজমেন্ট নিয়ে তেমন কোন দিক নির্দেশনা পাওয়া যায় না বললেই চলে। শিক্ষার্থীদের মাঝে ক্যারিয়ার ম্যানেজমেন্ট এর বিভিন্ন বিষয় যেমন পেশাগত জীবন নিয়ে লক্ষ্য স্থির, সচেতনতা, দক্ষতা বৃদ্ধি সহ কর্পোরেট বোদ্ধাদের সাথে শিক্ষার্থীদের মেলবন্ধন ঘটানোই ছিল কনফারেন্স এর মুল উদ্দেশ্য।
সহযোগীতায় ছিল এইচপি, জেসিআই, সময়ের দাবি ্ক্যারিয়ার পার্টনার ছিল, বিডি জবস.কম, ফুড পার্টনার খেয়ালী পোলাঊ, কমিনিউটি পার্টনার মোহাম্মাদপুর শুভ সংঘ, মিডিয়া পার্টনার হিসেবে ছিল, সময় টিভি, আলোকিত বাংলাদেশ, দ্যা ডেইলি সান, দ্যা বাংলাদেশ টু ডে, বাংলা ট্রিবিউন, আবাসন নিউজ, বিডি৩৬০, ক্যাপিটাল এফ এম ৯৪.৮, সার্বিক সহযোগিতায় ছিল সিমুড।
এ সংক্রান্ত আরো খবর
- » এদেশে জঙ্গীবাদের কোন ঠাঁই হবে না
- » যুবসমাজের চাকরির জন্য সরকারের দিকে তাকিয়ে থাকার প্রয়োজন নেই : জয়
- » টংগিবাড়ীতে কথিত সাংবাদিকের হয়রানীতে অতিষ্ট এলাকাবাসী : থানায় অভিযোগ, মানবন্ধন
- » ‘টু ফিঙ্গার টেস্ট’ নিষিদ্ধ
- » মন্ত্রীসভা থেকে মতিয়া চৌধুরীর বরখাস্তের দাবী বঙ্গবীরের
- » আগ্রায় ভেঙে পড়ল তাজমহলের স্তম্ভ
- » আচরণবিধি তোয়াক্কা করছে না মেয়র প্রার্থী জাহাঙ্গীর!
- » ধর্ষণ করে জীবন্ত পুড়িয়ে মারা হল ৮ বছরের শিশুকে
- » বৈশাখে ইলিশ নয়, যা দিয়ে পান্তা ভাত খাবেন প্রধানমন্ত্রী
- » ভুল সেটে পরীক্ষা নেয়ায় ৪ কলেজকে কারণ দর্শানো নোটিশ
- » গাজীপুর সিটি করপোরেশনের উন্নয়ন মহপরিকল্পনা জাহাঙ্গীরের
- » কোটা পদ্ধতি বাতিলের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী
- » কোটা : বিজয় আসুক কালোর বিপরীতে
- » এমপি হতে শেষ চেষ্টায় মনোনয়ন প্রত্যাশীরা
- » যে কারণে ঢাবি থেকে বহিষ্কার এশা