ads

জানুন পবিত্র আল কোরআনে অাল্লাহ স্বয়ং যে দোয়াসমূহ শিখিয়েছেন

দোয়া

সংবাদ২৪.নেট ডেস্ক: আল কোরআনের মূল শিক্ষা শুকরিয়া ও দোয়া। শুকরিয়া ও দোয়া আপাত অসম্ভবকে সম্ভব করে। তাই আসুন আমরা দোয়ায় লীন হই।
১. হে আমাদের প্রতিপালক!
আমাদের দুনিয়ার কল্যাণ ও আখেরাতের কল্যাণ দান কর।
আগুনের শাস্তি থেকে আমাদের রক্ষা কর। -বাকারা : ২০১

২. হে আমাদের প্রতিপালক!
আমরা ঈমান এনেছি! তুমি আমাদের ক্ষমা কর।
তুমি আমাদের করুণা কর। তুমি করুণা নিধান। -মুমিনুন : ১০৯

৩. হে আমাদের প্রতিপালক!
সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে
সকল প্রকার সংশয় ও বিভ্রান্তি থেকে মুক্ত রাখো।
তোমার রহমতের ছায়ায় আমাদের রাখো।
নিশ্চয়ই তুমি বেহিসাব দানকারী। -আলে ইমরান : ৮

৪. হে আমাদের প্রতিপালক! প্রতিদান দিবসে আমাকে, আমার মা-বাবাকে
এবং সকল বিশ্বাসীকে তুমি ক্ষমা করে দিও।
-ইবরাহিম : ৪১ (ইবরাহিম আ. এর দোয়া)

৫. প্রভু হে! আমাদের জ্ঞান দান কর। -ত্বাহা : ১১৪

৬. হে আমার প্রতিপালক! আমার মা-বাবা শৈশবে যে মমতায় আমাকে লালন
করেছেন, তুমিও তাদের ওপর সেরূপ করুণা বর্ষণ কর।
-বনী ইসরাইল : ২৪

৭. হে আমাদের প্রতিপালক!
আমরা আমাদের নিজেদের ওপরই জুলুম করেছি।
তুমি ক্ষমা না করলে, দয়া না করলে আমরা ধ্বংস হয়ে যাবো।
-আরাফ : ২৩ (আদম আ. এর দোয়া)

৮. হে আমাদের প্রতিপালক!
আমরা একজন আহবানকারীর আহবানে সাড়া দিয়ে
তোমার প্রতি ঈমান এনেছি।
অতএব তুমি আমাদের সকল গুনাহ মাফ কর।
সকল দোষ-ত্রুটি মুক্ত কর এবং সৎকর্মশীলদের কাতারে
আমাদের শেষ পরিণতি দাও। -আলে ইমরান : ১৯৩

৯. হে আমাদের প্রতিপালক!
আমাদের সবর ও দৃঢ়তা দান কর।
অবিশ্বাসীদের বিরুদ্ধে আমাদের সাহায্য কর।
-বাকারা : ২৫০ (দাউদ আ. এর দোয়া)

১০. প্রভু হে! শয়তানের কুপ্ররোচনা থেকে আমি তোমার
আশ্রয় প্রার্থনা করছি। প্রভু হে!
শয়তানকে আমার থেকে দূরে রাখো। -মুমিনুন : ৯৭-৯৮

১১. হে পরওয়ারদিগার! আমাদের এবং বিশ্বাসী অগ্রণীদের ক্ষমা কর।
বিশ্বাসীদের ব্যাপারে সকল প্রকার হিংসা-বিদ্বেষ থেকে
আমাদের অন্তরকে মুক্ত রাখো। -হাশর : ১০

১২. আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের স্রষ্টার।
আশ্রয় গ্রহণ করছি তার সৃষ্টির অনিষ্ট থেকে, রাতের অন্ধকারের
অনিষ্ট থেকে, গ্রন্থিতে ফুৎকার দানকারী ডাইনিদের অনিষ্ট থেকে,
হিংসুকের হিংসার অনিষ্ট থেকে। -ফালাক : ১-৫

১৩. মানুষের অন্তরে গোপনে কুমন্ত্রণা দানকারী জ্বিন
ও মানুষের কুমন্ত্রণার অনিষ্ট থেকে মানুষের অধিপতি
মানুষের উপাস্য মানুষের প্রতিপালকের নিকট
আমি আশ্রয় গ্রহণ করছি। -নাস : ১-৬

১৪. তুমি ছাড়া কোনো উপাস্য নাই।
তুমি মহাপবিত্র! আমি পাপী! আমায় ক্ষমা কর।
-আম্বিয়া : ৮৭ (ইউনূস আ. এর দোয়া)

১৫. হে আমাদের প্রতিপালক! তুমি আমাদের এ কাজ কবুল কর!
নিশ্চয়ই তুমি সব শোনো! সব জানো! -বাকারা : ১২৭

১৬. প্রভু হে! আমাকে প্রজ্ঞা দান কর এবং সৎকর্মশীলদের সাথে
সঙ্ঘবদ্ধ কর। -শুআরা : ৮৩ (ইবরাহিম আ. এর দোয়া)

১৭. প্রভু হে!
আমাকে জালেমদের হাত থেকে রক্ষা কর।
-কাসাস : ২১ (মূসা আ. এর দোয়া)

১৮.
হে আমার প্রতিপালক!
তুমি আমাকে ও আমার সন্তানদেরকে
নামাজ কায়েমকারী হিসেবে প্রতিষ্ঠিত কর।
প্রভু হে! আমাদের দোয়া কবুল কর।
-ইবরাহিম : ৪০ (ইবরাহিম আ. এর দোয়া)

১৯. হে আমার প্রতিপালক! দুনিয়া ও আখেরাতের মালিক!
আমাকে সমর্পিত ও সৎকর্মশীলদের সাথে
সঙ্ঘবদ্ধ মানুষ হিসেবে মৃত্যু দান কর! -ইউসুফ : ১০১

২০. হে আমাদের প্রতিপালক!
আমাদের পাপ মোচন কর।
সকল বাড়াবাড়ির জন্যে আমাদের ক্ষমা কর।
বিশ্বাসে দৃঢ় রাখো। অবিশ্বাসের বিরুদ্ধে বিজয়ে
আমাদের সাহায্য কর। -আলে ইমরান : ১৪৭

২১. প্রভু হে! আমাদের জালেমের হাতে নিগৃহীত করো না। প্
রভু হে! দয়া কর।
জালেমের জুলুম থেকে আমাদের মুক্তি দাও! –
ইউনূস : ৮৫-৮৬ (মূসা আ. এর দোয়া)

২২. প্রভু হে! আমি অসহায়! তুমি এর প্রতিবিধান কর!
-ক্বামার : ১০ (নূহ আ. এর দোয়া)

২৩. হে আমাদের প্রতিপালক!
আমাদের যদি ভুল বা ত্রুটি হয় সেজন্যে আমাদের পাকড়াও করো না।
প্রভু হে! আমাদের পূর্বসূরিদের ওপর যেরূপ গুরুভার অর্পণ করেছিলে,
আমাদের ওপর তেমন ভার চাপিয়ে দিও না।
প্রভু হে! আমাদের ওপর সাধ্যাতীত কোনো দায়িত্ব দিও না।
আমাদের ক্ষমা কর। দয়া কর।
তুমিই আমাদের প্রভু! অবিশ্বাসীদের বিরুদ্ধে
আমাদের সাহায্য কর। -বাকারা : ২৮৬

২৪. হে আমাদের প্রতিপালক!
তুমি যা নাজিল করেছো তা আমরা মেনে নিয়েছি এবং
তোমার রসুলের অনুসরণ করছি।
অতএব সত্যের সাক্ষীর তালিকায় আমাদের নাম
অন্তর্ভুক্ত কর। -আলে ইমরান : ৫৩

২৫. আল্লাহর নামেই এর গতি ও স্থিতি। নিশ্চয়ই আমার প্রতিপালক
দয়াময় ক্ষমাশীল। -হুদ : ৪১ (নূহ আ. এর দোয়া)

২৬. প্রভু হে! আমাকে সৎকর্মশীল পুত্রসন্তান দান কর।
-সাফফাত : ১০০ (ইবরাহিম আ. এর দোয়া)

২৭. প্রভু হে! আমার হৃদয় প্রশস্ত করে দাও। আমার কাজকে সহজ
করে দাও। আমার কণ্ঠের জড়তা দূর করে দাও যেন সবাই
আমার কথা বুঝতে পারে। -ত্বাহা : ২৫-২৬ (মূসা আ. এর দোয়া)

২৮. হে আমাদের প্রতিপালক! আমাদের ধৈর্য দাও। বিশ্বাসে দৃঢ়তা দাও!
আমাদের সমর্পিতের মৃত্যু দান কর। -আরাফ : ১২৬

২৯. হে আমাদের প্রতিপালক!
আমরা তোমারই ওপর ভরসা করেছি,
তোমারই দিকে তাকিয়ে আছি এবং শেষ পর্যন্ত তোমার কাছেই আমরা
ফিরে আসবো। প্রভু হে! আমরা যেন অবিশ্বাসীদের নিপীড়নের
শিকার না হই। আমাদের সকল অপরাধ ক্ষমা কর।
তুমি প্রজ্ঞাময় মহা পরাক্রমশালী। -মুমতাহানা : ৪-৫

৩০. আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ-
আমার সবকিছুই মহাবিশ্বের প্রতিপালক আল্লাহরই জন্যে।
তিনি একক ও অদ্বিতীয়। এ আদেশই আমি পেয়েছি।
আমি সমর্পিতদের মধ্যে প্রথম। -আনআম : ১৬২-৬৩

৩১. রোগ-যন্ত্রণা, দুঃখ-কষ্টে আমি জর্জরিত। প্রভু হে!
দয়া কর! তুমিই পরম করুণাময়।
-আম্বিয়া : ৮৩ (ইয়াকুব আ. এর দোয়া)

৩২. হে আল্লাহ! তুমি আমাদের রক্ষক! তুমি আমাদের ক্ষমা কর!
দয়া কর! তুমিই সর্বোত্তম ক্ষমাকারী। -আরাফ : ১৫৫

৩৩. হে আল্লাহ! আমরা তোমার নির্দেশ শুনেছি এবং মেনে নিয়েছি।
আমরা তোমারই কাছে ক্ষমা চাচ্ছি।
শেষ পর্যন্ত আমরা তোমারই কাছে ফিরে যাবো। -বাকারা : ২৮৫

৩৪. প্রভু হে! আমাদের স্ত্রী ও সন্তানদের আমাদের তৃপ্তি ও আনন্দের উৎসে
পরিণত কর এবং আমাদের (মুত্তাকী) সত্য সচেতনদের
আদর্শে পরিণত কর। -ফোরকান : ৭৪

৩৫. হে আমার প্রতিপালক!
তুমি আমার ও আমার মা-বাবার প্রতি যে
অনুগ্রহ করেছো সেজন্যে শোকরগোজার হওয়ার তওফিক আমাকে দাও।
তোমাকে খুশি করার মতো সৎকর্ম করার শক্তি আমাকে দাও।
প্রভু হে! অনুগ্রহ করে তোমার সৎকর্মশীল বান্দাদের মধ্যে
আমাকে অন্তর্ভুক্ত কর। -নমল : ১৯

৩৬. হে আল্লাহ! সকল ক্ষমতার মালিক!
তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দান কর।
যাকে ইচ্ছা ক্ষমতাচ্যুত কর। যাকে ইচ্ছা সম্মানিত কর।
যাকে ইচ্ছা অপমানিত কর। তুমি সর্বশক্তিমান!
সকল কল্যাণ ও মঙ্গলের আধার।
তুমি দিনের আলোকে কর অন্ধকারে লীন।
আর রাতের নিকষ আঁধার ভেদ করে আনো সোনালি সকাল।
তুমি প্রাণহীনকে দাও প্রাণ আর প্রাণবন্তকে কর প্রাণহীন।
তুমি যাকে চাও বেহিসাব রিজিক দান কর।
-আলে ইমরান : ২৬-২৭

Facebook Comments

এ সংক্রান্ত আরো খবর
সম্পাদক: আরিফা রহমান

২৮/এফ ট্রয়োনবী সার্কুলার রোড, ৫ম তলা, মতিঝিল, ঢাকা।
সর্বক্ষণিক যোগাযোগ: ০১৭১১-০২৪২৩৩
ই-মেইল ॥ sangbad24.net@gmail.com
© 2016 allrights reserved to Sangbad24.Net | Desing & Development BY Popular-IT.Com, Server Manneged BY PopularServer.Com